এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের সহযোগিতায় মাঠে থাকবে ডিএমপির কুইক রেসপন্স টিম

৩০ জুন সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা শহরের রাস্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম কাজ করবে।

বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

তিনি বলেন, “৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি কেন্দ্রের রোড ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মতো পৌঁছাতে পারেন সেজন্য রোডে পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা মহানগরে এইচএসসি পরীক্ষার ৮০টি কেন্দ্র আছে। পরীক্ষার কেন্দ্রমুখী যেসব রোড রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। ‌পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেই প্রচেষ্টা থাকবে আমাদের। এছাড়া প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেখানে পরীক্ষার কেন্দ্র বেশি সেখানে কুইক রেসপন্স টিম (কিউআরটি) বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রোডে থাকবে। রাস্তায় যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে সেখানে কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর কাজ করবে।”

সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো:-

১. পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নিতে হবে।

২. পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে নিতে হবে এবং বাসা থেকে কোন রুটে যেতে হবে তার পরিষ্কার ধারণা নিতে হবে।

৩. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকদেরকে সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে।

৪. বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়।

৫. যেসব সড়ক পারাপারে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা থেকে সময় নিয়ে রওনা দেওয়া জরুরি।

৬. বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে যদি কোনো খুঁড়াখুঁড়ি বা মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মতো রওনা দিতে হবে।

৭. পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

৮. কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া না করতে বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

৯. যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবেন তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরবেন।

১০. পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোন অনাকাঙ্খিত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

১১. ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকুন, প্রয়োজনে ফুটওভার ব্রীজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন।

১২. রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে তা ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

১৩. পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

১৪. পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে কেন্দ্রের সামনে প্রধান গেটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

১৫. ডিএমপি পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

১৬. গত ১ বছরে মেট্রোরেল, এলিভেডেট এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখ্যযোগ্য অবদান রেখেছে। যা পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন রাখতে পারে।

নির্দেশনায় ১৭ নম্বর ক্রমিকে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোনের আলাদা কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হবে এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

এছাড়া বর্তমানে বর্ষাকাল চলছে বিধায় অবশ্যই ছাতা, রেইনকোর্ট কিংবা বৃষ্টি থেকে রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করতে অনুরোধ করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
‘অপরাধীদের জামিন’ প্রসঙ্গে বক্তব্যটি আইজিপির নয়, দাবি পুলিশ সদর দপ্তরের Oct 01, 2025
img
পিআর পদ্ধতিসহ ৫ দাবি আদায়ে ফের কর্মসূচি দিল ইসলামী আন্দোলন Oct 01, 2025
img
মহাসড়কে ভোগান্তি: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সাড়ে ৬ ঘণ্টার যানজট Oct 01, 2025
img
বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের তারেক রহমানের শুভেচ্ছা Oct 01, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Oct 01, 2025
img
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Oct 01, 2025
img

ফেসবুকে চিঠি প্রকাশ করলেন জুলকারনাইন

ছবি অপসারণের ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতির চিঠি Oct 01, 2025
img
দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান ফখরুলের Oct 01, 2025
img
দুর্দান্ত ফর্মের আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া বার্সা, প্রতিক্রিয়ায় তার মন্তব্য Oct 01, 2025
img
গোপালগঞ্জ বিএনপির জন্য এবার গোল্ডেন চান্স : সিরাজ Oct 01, 2025
img

ডিএসই পরিচালক

সন্ত্রাসে অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে Oct 01, 2025
img
রাশিয়া-চীনের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে: পুতিন Oct 01, 2025
img
আ. লীগকে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: ডা. জাহিদ Oct 01, 2025
img
সরকার বা আদালত নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ : ডা. জাহিদ Oct 01, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Oct 01, 2025
img
বোরকা পরে হাসপাতালে পরীমনি Oct 01, 2025
img
আমরা নির্বাচনের পাইপলাইনে ঢুকে পড়েছি : বজলুল করিম চৌধুরী Oct 01, 2025
img
নতুন কমেডি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন টিম রবিনসন Oct 01, 2025
img
প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে: রিজভী Oct 01, 2025
img
জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে : অ্যাটর্নি জেনারেল Oct 01, 2025