ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে পাঁচ নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিকালে উপাচার্যের বাসভবনে প্রোভোস্ট কমিটির জরুরি সভা শেষে রাত ৮টার দিকে এসব নির্দেশনা জানায় জনসংযোগ দপ্তর।
নির্দেশনাগুলো হলো–
১) শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।
(২) প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
(৩) হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।
(৪) যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
(৫) সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা যাচ্ছে। কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা
গ্রহণ করা হবে।
এ ছাড়াও, সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল/হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ/ওয়ার্ডেনবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দফায় দফায় সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। পুলিশের অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীদেরও হলগেটে অবস্থান নিতে দেখা গেছে।
দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে ঢাবির হলপাড়া ছিল উত্তপ্ত। বিকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে বিকাল পাঁচটার দিকে সেখানেও সংঘর্ষ বাঁধে। একই সময়ে শহিদুল্লাহ হলের সামনেও পুনরায় সংঘর্ষ হয়। এসময় ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
হামলা-সংঘর্ষে তিনজন গুরুতর আহতসহ অন্তত দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আহতদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢামেকে অন্তত ১৫৫ জনের চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া গেছে।