কোটা সংস্কারের এক দফা দাবি, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমবাদেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকাল ৩টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হবে।
সোমবার রাত পৌনে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় সারাদেশের মানুষকে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন। পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। ২০-৩০ জনের অবস্থা গুরুতর। আমরা প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। প্রক্টরের কাছে জবাব চাই, কীভাবে বহিরাগতরা ক্যাম্পাসে এসে হামলা করে।’
নাহিদ আরও বলেন, ‘আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই বলছি, সরকার, প্রশাসন এবং সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রদের আন্দোলনকে দমন করতে চায়। আমরা প্রধানমন্ত্রী বক্তব্যের নিন্দা জানাই। আমার আশা করেছিলাম তিনি আমাদের পথ দেখাবেন। কিন্তু তিনি শিক্ষার্থীদের অবজ্ঞা করেছেন। অপমান সূচক বক্তব্য দিয়েছেন। তিনি শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন।’
শিক্ষার্থীদের এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও এক দফা দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারাদেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।’
‘সারাদেশের মানুষের কাছে আহ্বান করবো আপনারা নেমে আসুন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সারাদেশের মানুষকে আহ্বান করছি, আগামীকালের সমাবেশে অংশ নিয়ে গণ আন্দোলনে রূপ দিন’ বলেন নাহিদ।
তিনি বলেন, ‘যেহেতু সরকার শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমনের চেষ্টা করছে সুতরাং এটি আর ছাত্রদের আন্দোলন নেই এটি এখন সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।’