বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২৫

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে চার সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় শহরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে ও জজ কোর্টের সামনে ফজলুল হক এভিনিউতে এ ঘটনা ঘটে।

এ সময় কমপক্ষে ১০ আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে এদিন সকাল ১১টার পর কাঠপট্টি সড়কের মুখে মিছিল করার চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকজন অভিভাবকও ছিলেন। তবে কর্মসূচির শুরুতেই বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে টানাহিঁচড়া করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সিটি কলেজের গলির মুখে শিক্ষার্থীদের আটকে রাখে। পরে কয়েকশ আন্দোলনকারী সদর রোডে অবস্থান নিলে পুলিশ শুরুতে তাদের ধাওয়া দেয় ও পরে লাঠিচার্জ শুরু করে। এ সময় ৪ সাংবাদিকসহ অনেকে আহত হন।

লাঠিচার্জে আহত সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক শামীম আহমেদ, যমুনা টেলিভিশনের ফটো সাংবাদিক হৃদয় চন্দ্র শীল, এনটিভি টেলিভিশনের ফটো সাংবাদিক গোবিন্দ সাহা, অনলাইন পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান। লাঠিচার্জের প্রতিবাদে সাংবাদিকরাও সদর রোডে কিছু সময় অবস্থান করেন। আহত সাংবাদিকরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের কর্মসূচিতে বাধা প্রদান করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বসে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা করেন। শেষে শিক্ষার্থীরা আদালতের মূল ফটকের সামনে এসে জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুনরায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বলেন, ‘বেশ কিছু শিক্ষার্থী কোর্ট এলাকায় এসে অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই, তারা সবাই শিবির কর্মী। এছাড়া তিনি সাংবাদিকদের আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।’

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে গম্ভীরের পরামর্শ Sep 29, 2025
img
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ Sep 29, 2025
img
ফেনীতে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ জন Sep 29, 2025
img
সংবাদ সম্মেলন ডেকেছেন ইডেন কলেজ শিক্ষার্থীরা Sep 29, 2025
img
রাশিয়া থেকে এসেছে সাড়ে ৫২ হাজার টন গম Sep 29, 2025
img
দাদাগিরি নয় বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি: মির্জা ফখরুল Sep 29, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৯ ফিলিস্তিনির Sep 29, 2025
img
নতুন প্রজম্মের জন্য প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট! Sep 29, 2025
img
খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিস্থিতি Sep 29, 2025
img
চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে কখনো দেখিনি, বললেন সূর্যকুমার Sep 29, 2025
img
ভারত ক্রিকেটকে ‘অসম্মান’ করছে: সালমান আলী আগা Sep 29, 2025
img
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক Sep 29, 2025
img
যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান Sep 29, 2025
img
মার্কা নিয়ে নির্বাচন কমিশন ছলনা করছে : সারোয়ার তুষার Sep 29, 2025
img
মাদককাণ্ডে মুছে ফেলা ছবি ফেরালেন আরিয়ান খান Sep 29, 2025
img
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই Sep 29, 2025
img
কিয়েভে রুশ বাহিনীর ৬ শতাধিক ড্রোন নিক্ষেপে প্রাণ গেল ৪ জনের, আহত ৮০ Sep 29, 2025
img
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি Sep 29, 2025
img
চাকসু নির্বাচনে প্যানেল ছাড়াই বাগছাসের ৯ প্রার্থীর লড়াই Sep 29, 2025
img
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের Sep 29, 2025