বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২৫

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে চার সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় শহরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে ও জজ কোর্টের সামনে ফজলুল হক এভিনিউতে এ ঘটনা ঘটে।

এ সময় কমপক্ষে ১০ আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে এদিন সকাল ১১টার পর কাঠপট্টি সড়কের মুখে মিছিল করার চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকজন অভিভাবকও ছিলেন। তবে কর্মসূচির শুরুতেই বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে টানাহিঁচড়া করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সিটি কলেজের গলির মুখে শিক্ষার্থীদের আটকে রাখে। পরে কয়েকশ আন্দোলনকারী সদর রোডে অবস্থান নিলে পুলিশ শুরুতে তাদের ধাওয়া দেয় ও পরে লাঠিচার্জ শুরু করে। এ সময় ৪ সাংবাদিকসহ অনেকে আহত হন।

লাঠিচার্জে আহত সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক শামীম আহমেদ, যমুনা টেলিভিশনের ফটো সাংবাদিক হৃদয় চন্দ্র শীল, এনটিভি টেলিভিশনের ফটো সাংবাদিক গোবিন্দ সাহা, অনলাইন পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান। লাঠিচার্জের প্রতিবাদে সাংবাদিকরাও সদর রোডে কিছু সময় অবস্থান করেন। আহত সাংবাদিকরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের কর্মসূচিতে বাধা প্রদান করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বসে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা করেন। শেষে শিক্ষার্থীরা আদালতের মূল ফটকের সামনে এসে জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুনরায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বলেন, ‘বেশ কিছু শিক্ষার্থী কোর্ট এলাকায় এসে অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই, তারা সবাই শিবির কর্মী। এছাড়া তিনি সাংবাদিকদের আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।’

Share this news on:

সর্বশেষ

img
চাকসু নির্বাচনে প্যানেল ছাড়াই বাগছাসের ৯ প্রার্থীর লড়াই Sep 29, 2025
img
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের Sep 29, 2025
img
সাগরে ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্ভাবাস Sep 29, 2025
img
'সাইয়ারা' খ্যাত আহানের নতুন সিনেমার ইঙ্গিত! Sep 29, 2025
img
রাজধানীতে বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা Sep 29, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় আজ অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ Sep 29, 2025
img
যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৪ জনের, আহত ৮ Sep 29, 2025
img
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ Sep 29, 2025
img
‎ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল Sep 29, 2025
img
সিসিকের অপসারিত মেয়রের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ Sep 29, 2025
img
জেনে নিন, দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Sep 29, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর লাহোর, ঢাকার অবস্থান সপ্তম Sep 29, 2025
img
ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি, ১২ দিনে গেল একশো টন Sep 29, 2025
img
আওয়ামী লীগ নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে : গোলাম মাওলা রনি Sep 29, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের ২ গোলে আর্সেনালের রোমাঞ্চকর জয় Sep 29, 2025
হজের তিন প্যাকেজ ঘোষণা : সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার Sep 29, 2025
পোর্টল্যান্ডে ট্রাম্পের সেনা পাঠানোর নির্দেশ, ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমতি Sep 29, 2025
পরিবারসহ হুমকির শিকার, মুখ খুললেন অভিনেতা! Sep 29, 2025
‘দাবাং’ পরিচালকের অভিযোগের জবাব দিলেন সালমান খান! Sep 29, 2025
img
নিজের পুরো ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেওয়ার ঘোষণা সূর্যকুমারের Sep 29, 2025