শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকতকে (১৭) গুলি করে হত্যার ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনিসহ ১২৬ জনকে আসামি করা হযয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও আসামির তালিকায় তিন সাংবাদিকের নামও রয়েছে।

এরা হচ্ছেন, সাভার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ নিউজ নামের অন লাইন পোর্টালের সাংবাদিক মিঠুন সরকার, সাভার প্রেসক্লাবের সদস্য তোফা সানি ও সম্প্রতি মাইটিভি থেকে অব্যাহতি প্রাপ্ত আপেল মাহমুদ।

এর আগে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদ হাসান শাকিল নামে এটিএন নিউজ ও দৈনিক কালের কন্ঠে কর্মরত এক সাংবাদিককে আসামি করা হয়। পরে তাকে এটিএন নিউজ থেকে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার বাদী নজরুল ইসলাম বলেন, 'আমি আমার একমাত্র সন্তান হত্যার বিচার চাই, বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না।’

গত ৫ আগষ্ট বিকেলে সাভার থানার অদূরে মুক্তির মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত (১৭)। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সৈকতকে মৃত বলে ঘোষণা করেন।

ধামরাই থানায় শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ৮২

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর নানা আজিম উদ্দিন।

ওই মামলায় সদ্য সাবেক সংসদ সদস্য বেনজির আহমদ ছাড়াও সাবেক সংসদ সদস্য এম এ মালেক, ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবীর মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, শিল্পপতি আহম্মদ আল জামানসহ আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মারপিট ও গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন আফিকুল ইসলাম সাদ। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট মারা যান কলেজ শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ।

Share this news on:

সর্বশেষ

img
এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Sep 24, 2025
img
আহত ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক Sep 24, 2025
img
চট্টগ্রা‌মে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ Sep 24, 2025
img
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান Sep 24, 2025
img
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার Sep 24, 2025
img
ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না : ফজলুর রহমান Sep 24, 2025
img
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান Sep 23, 2025
img
এনসিপির মতো জনসমর্থনহীন দলকে যুক্তরাষ্ট্রে নেওয়া উচিত হয়নি : হাফিজ উদ্দিন Sep 23, 2025
চীনে সুপার টাইফুন রাগাসার হানা, স্কুল-অফিস বন্ধ! Sep 23, 2025
বাদীর করা মামলায় খালাতো ভাইকে স্বামী দেখালেও জামিন পেলেন না হালিমা Sep 23, 2025
বিমানবন্দরে ফখরুল ও তাহেরকে নিয়ে বিএনপি জামায়াত অনুসারীদের উল্লাস Sep 23, 2025
মির্জা ফখরুলের বক্তব্যেরে নিন্দা জানিয়ে যে বিবৃতি দিলো জামায়াত Sep 23, 2025
ব্যথানাশক ওষুধ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা, চিকিৎসকদের তীব্র প্রতিক্রিয়া Sep 23, 2025
ব্যাচেলর পয়েন্টে শিমুল অনুপস্থিত, লামিয়ার বক্তব্য! Sep 23, 2025
img
শ্রীপুরে কারখানা ও কলোনিতে আগুন Sep 23, 2025
গুজবে ভরা মৃত্যুর গল্প, এবার সত্যি বললেন শেফালির স্বামী Sep 23, 2025
img
কিংসের হোঁচট, পিছিয়ে পড়েও জিতল মোহামেডান Sep 23, 2025
তাহসান-মিথিলার গল্প পুরনো, এখন আলোচনায় তাদের আলাদা পথচলা Sep 23, 2025
img
জাতিসংঘে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন ট্রাম্প Sep 23, 2025
img
বগুড়ায় ৬ পুলিশ প্রত্যাহার Sep 23, 2025