মহাপরিচালকের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন : ৩ দিনে শিশুসহ ৭৭৯ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলা। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ইতোমধ্যে ১৩ জনের প্রাণহানির খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৭৭ উপজেলার ৫৮৪ ইউনিয়নের ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার। এ ছাড়া আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।

বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিজিবি। এ ছাড়াও জেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে শুক্রবার (২৩ আগস্ট) দিনভর বন্যাকবলিত জেলা ফেনীসহ আশপাশের এলাকায় উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এদিন সকাল ১০টা থেকে দিনভর ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে বন্যাকবলিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অধিদপ্তরের পরিচালকসহ (অপারেশন ও মেইনটেন্যান্স) বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে শুক্রবার বিকেল পর্যন্ত বন্যাকবলিত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে নারী-শিশুসহ আটকে পড়া ৭৭৯ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ চালানোর পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের কাজ করছে।

ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকা থেকে শিশুসহ মোট ৭৭৯ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ছাড়াও ১৯ জন বয়োজ্যেষ্ঠ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে ফেনী থেকে ২৮৭ জন, কুমিল্লা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম থেকে ১১৫ জন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১২ জন, নোয়াখালী থেকে ১৩ জন, খাগড়াছড়ি থেকে ২৩ জন, চাঁদপুর থেকে ৬ জন, মৌলভীবাজার থেকে ৫০ জন ও লক্ষ্মীপুর থেকে ৯ জনকে উদ্ধার করেছে।

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান Sep 24, 2025
img
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার Sep 24, 2025
img
ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না : ফজলুর রহমান Sep 24, 2025
img
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান Sep 23, 2025
img
এনসিপির মতো জনসমর্থনহীন দলকে যুক্তরাষ্ট্রে নেওয়া উচিত হয়নি : হাফিজ উদ্দিন Sep 23, 2025
চীনে সুপার টাইফুন রাগাসার হানা, স্কুল-অফিস বন্ধ! Sep 23, 2025
বাদীর করা মামলায় খালাতো ভাইকে স্বামী দেখালেও জামিন পেলেন না হালিমা Sep 23, 2025
বিমানবন্দরে ফখরুল ও তাহেরকে নিয়ে বিএনপি জামায়াত অনুসারীদের উল্লাস Sep 23, 2025
মির্জা ফখরুলের বক্তব্যেরে নিন্দা জানিয়ে যে বিবৃতি দিলো জামায়াত Sep 23, 2025
ব্যথানাশক ওষুধ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা, চিকিৎসকদের তীব্র প্রতিক্রিয়া Sep 23, 2025
ব্যাচেলর পয়েন্টে শিমুল অনুপস্থিত, লামিয়ার বক্তব্য! Sep 23, 2025
img
শ্রীপুরে কারখানা ও কলোনিতে আগুন Sep 23, 2025
গুজবে ভরা মৃত্যুর গল্প, এবার সত্যি বললেন শেফালির স্বামী Sep 23, 2025
img
কিংসের হোঁচট, পিছিয়ে পড়েও জিতল মোহামেডান Sep 23, 2025
তাহসান-মিথিলার গল্প পুরনো, এখন আলোচনায় তাদের আলাদা পথচলা Sep 23, 2025
img
জাতিসংঘে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন ট্রাম্প Sep 23, 2025
img
বগুড়ায় ৬ পুলিশ প্রত্যাহার Sep 23, 2025
রেকর্ড নয়, মাঠে লড়াইয়ে বিশ্বাস বাংলাদেশ দলের Sep 23, 2025
ভারতের বিপক্ষে হার নয়, ফাইনালের দিকেই তাকিয়ে পাকিস্তান Sep 23, 2025
ব্যালন ডি'অরের মঞ্চে পিএসজি ও আর্সেনাল! Sep 23, 2025