ফ্রান্সিস বেকন ১৫৬১ সালের ২২ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক ও বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক।
তিনি বিজ্ঞান, দর্শন, শিক্ষা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে পঞ্চাশটিরও অধিক বই লিখেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- এসেজ, দ্য অ্যাডভান্সমেন্ট অব লার্নিং ডিভাইন অ্যান্ড হিউম্যান, নাভাম অর্গানাম সায়েন্টিয়ারম ও নিউ আটলান্টিস।
ফ্রান্সিস বেকন ১৬০৩ সালে নাইটহুড উপাধি লাভ করেন। এছাড়াও ১৬১৮ ও ১৬২১ সালে ব্যারন ভিরলাম এবং ভিসকাউন্ট সেন্ট এলবান উপাধি পান। যেহেতু মৃত্যুর সময় তার কোনো উত্তরসূরি ছিল না, তাই পরবর্তীকালে তার উপাধিগুলো বিলীন হয়ে যায়।
তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৬২৬ সালের ৯ এপ্রিল লন্ডনের বাইরে হেইগেট এলাকার অরুনডেল ম্যানশনে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“প্রত্যেক মানুষের মধ্যেই একটা
শিল্পীমন ঘুমিয়ে আছে।”