স্যামসাংয়ের নতুন স্মার্টফোনে রোটেট হবে তিন ক্যামেরা

গ্যালাক্সি সিরিজের নতুন স্মাটফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। ফোনটির নাম রাখা হয়েছে ‘গ্যালাক্সি এ৮০’।

ফোনটিতে চমক হিসেবে থাকছে এর তিনটি ক্যামেরা । সেলফি তোলার সময়  ক্যামেরা তিনটি  ঘুরে সামনের দিকে চলে আসবে।

বুধবার এই স্মাটফোনটি বাজারে আনার   ঘোষণা দেয় স্যামসাং।

যা থাকছে ফোনটিতে

ফোনের তিনটি রিয়ার ক্যামেরার  প্রথমটি এফ/২.২ অ্যাপারচারের সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেল এবং দ্বিতীয় ক্যামেরা থাকছে ১২৩ ডিগ্রি আলট্রাওয়াইড সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং তৃতীয়টি টিওএফ সেন্সর। ক্যামেরাগুলো স্লাইডার হওয়ায়  সেলফির সময় ঘুরে যাবে।

কোয়ালকমের নতুন প্রসেসর ৭৩০জি, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

এছাড়াও ফোনটিতে  রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোল্ড ডিসপ্লে । এটিই স্যামসাংয়ের প্রথম ফোন যেখানে নতুন ইনফিনিটি ডিসপ্লে দেয়া হয়েছে। ফোনটির পিছন দিকে থ্রিডি গ্লাস প্যানেল আছে।  ফোনে সুপার ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৩৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ফোনটির দাম কত পড়বে তা জানায়নি স্যামসাং। তবে ধারণা করা হচ্ছে ফোনটির দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার টাকার মতো।

 

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ