মলিয়ের ১৬২২ সালের ১৫ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ফরাসি নাট্যকার ও অভিনেতা। তার আসল নাম জ্যঁ-ব্যাপ্টিস্ট পোকেলিন হলেও তিনি তার মঞ্চনাম মলিয়ের নামেই পরিচিত ছিলেন।
পশ্চিমা সাহিত্যের সেরা বিদ্রুপাত্মক ও হাস্য-রসাত্মক লেখকদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি অভিনয় দক্ষতার কারণে মলিয়ের রাজা ও প্যারিসের অধিবাসীদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন। অপরদিকে বিদ্রুপাত্মক লেখার কারণে নীতিবিদ ও রোমের ক্যাথলিক চার্চের সমালোচনার মুখেও পড়েন তিনি।
তার রচনাগুলোর মধ্যে ল্য মিসান্থ্রপি, ল্য এক্ল্ দেস্ ফেমেস্, টারটুফে অউ ল্য ইম্পোস্তার, ল্য আভ্রে, ল্য মালাদে ইমাজিনারে, ল্য বুর্জোয়িস জেন্টিওম্মে উল্লেখযোগ্য।
ফুসফুসজনিত যক্ষ্মায় আক্রান্ত অবস্থাতেই তার জীবনের শেষ নাটক ‘ল্য মালাদে ইমাজিনারে‘ তে অভিনয়রত অবস্থায় ১৬৭৩ সালে ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“বড় বাধার উত্তরণে বড় গৌরব অর্জিত হয়।"