দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি এখন টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক।
এই রেকর্ডটি এতদিন ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাওলিংয়ের দখলে। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ২৩৯ রান করেছিলেন ডাওলিং।
মুল্ডারের এই ইনিংস দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোরও বটে। এতদিন সেই রেকর্ড ছিল গ্যারি কারস্টেনের—২০০১ সালে হারারেতে করা ২২০ রানের ইনিংস।
মাত্র ২১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর চেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি এসেছে শুধু হার্শেল গিবসের ব্যাট থেকে—২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ২১১ বলে।
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে মুল্ডার মারেন ৩৪টি চার ও ৩টি ছক্কা—দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি (চার ও ছক্কা মিলিয়ে)। আগের রেকর্ড ছিল গ্রায়েম স্মিথের, যিনি ২০০৩ সালে তার ক্যারিয়ারসেরা ২৭৭ রানের ইনিংসে ৩৫টি চার মেরেছিলেন, যদিও কোনো ছক্কা ছিল না।
টেস্টে এক দিনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও এখন মুল্ডারের দখলে। গিবসের ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে করা ২২৮ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন তিনি।
একদিনে সবচেয়ে বেশি রান করার তালিকায় যৌথভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছেন মুল্ডার। শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান—১৯৩০ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে একদিনেই করেছিলেন ৩০৯ রান। তবে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রানের দিক থেকে মুল্ডারের ২৬৪* এখন দ্বিতীয়, ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির পরেই।
এমআর/টিকে