ছুটিতে পাঠানো ১২ বিচারপতিকে তদন্ত সাপেক্ষে বেঞ্চ দিতে আইন মন্ত্রণালয়ে আবেদন

হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচারককার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন। বুধবার (১৩ নভেম্বর) এ আবেদন করেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, ১৭ অক্টোবরের বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, হাইকোর্টের ১২ (বার) জন বিচারক বেঞ্চ পাচ্ছেন না। ২০ অক্টোবর তারিখে দৈনিককার্য তালিকায় ১২ (বার) জন বিচারপতিকে বিচারকার্য পরিচালনা করার জন্য কোনো বেঞ্চ দেয়া হয়নি। যেসব বিচারপতিকে বেঞ্চ দেয়া হয়নি তাদের মধ্যে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন। 

এতে আরও উল্লেখ করা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্কাইপি কেলেঙ্কারি এবং কোটার জাজমেন্ট সম্পর্ককে যতটুকু জানতে পেরেছি তাতে বিচারপতিরা কোনো অপকর্মে জড়িত ছিল না। তাদেরকে দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যুদ্ধাপরাধ মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লেখা হয়েছে এবং পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়েছে। তাদেরকে দিয়ে জোরপূর্বক শপথ ভঙ্গ করানো হয়েছে।

উল্লেখ্য যে, বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয়, তাহলে বিচার ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে। অতএব ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচারকার্য ত্বরান্বিত করতে মহাশয়ের মর্জি হয়।

Share this news on: