স্যার ফ্রান্সিস বেকন ১৫৬১ সালের ২২ জানুয়ারি ১৫৬১ যুক্তরাজ্যের, লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক।
আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বৈজ্ঞানিক বিপ্লবের প্রবক্তা এবং জ্ঞানান্ধতা ও গোঁড়ামি বিরোধী হিসেবে সুখ্যাত হন। তাই তাকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়।
তিনি দার্শনিক চিন্তাধারার কিছু মৌলিক তত্ব প্রবর্তন করেন যেগুলোকে বেকনিয়ান মেথডও বলা হয়ে থাকে।
ফ্রান্সিস বেকন ১৬০৩ সালে নাইটহুড পান। এছাড়াও ১৬১৮ এবং ১৬২১ সালে ব্যারন ভিরলাম এবং ভিসকাউন্ট সেন্ট এলবান উপাধি পান।
তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৬২৬ সালের ৯ এপ্রিল লন্ডনের বাইরে হেইগেটে মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“প্রতেক মানুষের মধ্যেই একটা শিল্পীমন ঘুমিয়ে আছে।“