চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর ১০ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৯ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ১৫ ডিসেম্বরের পর এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপর ২০ডিসেম্বর থেকে তাপমাত্রা কমতে থাকবে। তখন মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ জেলার শীতার্ত মানুষের জন্য জেলা পরিষদ থেকে ১৫ লাখ টাকার শীত বস্ত্র কেনার একটি প্রকল্প নেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র শিগগিরই আসবে।