প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে। তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না।
শফিকুল আলম বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি, সচিবালয়ে চলাচল সীমিত করার জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে; বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের বিষয়ে সরকার অবগত নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন, ‘এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা এটিকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন।’