জকিগঞ্জ খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলনের আত্মপ্রকাশ

খনিজ সম্পদের সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জকিগঞ্জ খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর অস্থায়ী কার্যালয় জকিগঞ্জে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। একইসঙ্গে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মশিউর রহমান চৌধুরী কে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

খনিজ সম্পদ ও পরিবেশের অবক্ষয়ের প্রক্রিয়া বন্ধ করা, পরিবেশের ক্ষয়ক্ষতিকে প্রতিহত করা, প্রাকৃতিক সম্পদ রক্ষায় সাধারণ জনগণ ও সরকারকে উদ্বুদ্ধ ও সচেষ্ট করাই সংগঠনটির মুখ্য উদ্দেশ্য।

আহ্বায়ক এডভোকেট মশিউর বলেন, আজ আমরা খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর পক্ষ থেকে অত্র এলাকার পরিবেশ ও প্রকৃতিক সম্পদ সংরক্ষণ ও রক্ষার প্রচেষ্টায় যুক্ত হওয়ার লক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্র এলাকার তরুণ যুবকদের এক্ষত্রে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা এই প্লাটফর্মের যাত্রা শুরু করেছি।

বৈঠকে আরও আলোচনা হয়, জাতীয় প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে তা অত্র এলাকার উন্নয়নে ও জনগণের সুবিধার্থে যথাযতভাবে ব্যবহার নিশ্চিতকরণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য তা সুরক্ষিত রাখা এবং দেশের ও অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে এর সদ্ব্যবহার নিশ্চিত করা এবং অত্র এলাকার পরিবেশ ও প্রতিবেশ এর কোনরূপ ক্ষতিসাধন ব্যতিরেকে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষে সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর কমিটিতে যারা আছেন- মো. মশিউর রহমান চৌধুরী এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট (আহ্বায়ক); শামীম আহমদ (সমাজকর্মী, যুগ্ম আহ্বায়ক); নবাব আব্দুল হক, (সমাজকর্মী ও শিক্ষাবিদ, যুগ্ম আহ্বায়ক); মো মিজান রহমান, এডিটর ইন চিফ ডেইলি জকিগঞ্জ (যুগ্ম আহ্বায়ক); রেজাউর রহমান, (ব্যাংকার যুগ্ম আহ্বায়ক)।

এছাড়া সদস্য পদে রয়েছেন এডভোকেট শাহেদ আহমদ, জজ কোর্ট সিলেট; এডভোকেট আনহার উদ্দিন, জজ কোর্ট সিলেট; এডভোকেট জালাল উদ্দিন, জজ কোর্ট সিলেট; আব্দুল বাসিত, সমাজকর্মী; নুরুল আমিন রনি, এম ফিল গবেষক, কৃষি বিশ্বিদ্যালয় সিলেট; মিসবাহুর রহমান জাহিদ, শিক্ষার্থী শাহজালাল বিশ্ববিদ্যালয়; ডা. মকসুদ আলম ফাহিম, বেগম রাবেয়া খাতুন জেনারেল হসপিটাল; ডা. কাজী তারেক উজজ্জামান, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ সিলেট; নাজমুল ইসলাম মনির, ব্যবসায়ী; অঞ্জর আল মুনীর, চাকরিজীবী; আব্দুল ওয়াহিদ হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; আহমেদ মারজান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Share this news on:

সর্বশেষ

img
কবিতায় বিয়ের খবর নিশ্চিত করলেন তাহসান Jan 04, 2025
img
টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১ Jan 04, 2025
img
আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা Jan 04, 2025
img
কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত Jan 04, 2025
img
দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন Jan 04, 2025
img
আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান Jan 04, 2025
img
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Jan 04, 2025
img
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল Jan 04, 2025
img
২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ, আহত ১২৬০৮ Jan 04, 2025
img
ফিন্যান্সিয়াল টাইমস:লন্ডনে বিনামূল্যে টিউলিপের ফ্ল্যাট পাওয়া নিয়ে নতুন প্রশ্ন Jan 04, 2025