স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে বার্সেলোনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কাতালানরা। গোল দুটি করেছেন করেছেন গাভি ও লামিন ইয়ামাল।
বুধবার (৮ জানুয়ারি) সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা।
১৭তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোল করেন গাভি। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তার প্রথম গোল এটি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ৫২তম মিনিটে গাভির পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়ামাল। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।
শেষের দিকে আক্রমণের ধার বাড়ায় বিলবাও। ম্যাচের ৮২তম মিনিটে দি মার্কোস বার্সেলোনার জালে বল পাঠায়। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।