স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে সহজেই হারালো রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। কিন্তু কোনোভাবে গোলের দেখা পাচ্ছিলো না রিয়াল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় মাদ্রিদ। গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। এরপর যোগ করা সময়ে আরও দুটি গোলের দেখা পায় রিয়াল। এর মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
এদিন প্রথমার্ধে গোলের জন্য ১৫টি শট নিয়েও সাফল্যের দেখা পায়নি রিয়াল।
রিয়ালের গোলের অপেক্ষার শেষ হয় ম্যাচের ৬৩তম মিনিটে। ভিনিসিউসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহ্যামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।
চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি বেলিংহ্যামের নবম গোল। সাতটি গোল করেছেন তিনি লা লিগায়, অন্যটি চ্যাম্পিয়ন্স লিগে।
ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে নিজেদের ভুলেই সব আশা শেষ হয়ে যায় মায়োর্কার। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালিয়েন্ত।
এর তিন মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেসের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান রদ্রিগো। এ গোলের মাধ্যমে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে রিয়াল।
আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনা। সেদিন জিতলে এই শিরোপা জয়ের হিসেবে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল (১৩)।