একটা সময় ছিল যখন বিদেশ যাওয়ার চিন্তা মাথায় এলেই একটাই প্রশ্ন ভিড় করত—"ভিসা কোথায় পাব?" কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করত, মনে হতো যেন সারা পৃথিবীই এক বিশাল দালান, আর তার এক কোণে একটা ছোট্ট জানালা, যেটা পাসপোর্ট হাতে নিয়ে টোকা দিলে খুলবে! আর সেই জানালা খুলতে হলে কতো কাগজপত্র, কতো অপেক্ষা, কতো দৌড়।
তবে ২০২৪ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। ভুটান, বাহামাস, হাইতি, মাদাগাস্কার, ফিজিসহ মোট ৪০ টি দেশে যাওয়া সম্ভব হবে কোন ধরণের ভিসা জটিলতা ছাড়াই।
আবার আসা যাক অন-অ্যারাইভাল ভিসা প্রসঙ্গে! এই পদ্ধতিতে কোনো দেশে প্রবেশের আগ মুহুর্তে ভিসা হাতে পাওয়া যায়। মালদ্বীপ, নেপাল, মোজাম্বিক, সিয়েরা লিওন, সোমালিয়া-সহ মোট ১৬ দেশে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।
এদিকে শ্রীলঙ্কা, কেনিয়া এবং সেশেলস এই তিন দেশে ভ্রমণের জন্য আগে থেকেই ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রয়োজন হবে। ইটিএ প্রক্রিয়া খুবই সহজ, কারণ এটি অনলাইনে করা যায় এবং সশরীরে দূতাবাসে যাওয়ার প্রয়োজন নেই।
এছাড়া, ২০২৫ সালে যেসব দেশে ই-ভিসা প্রয়োজন হবে, সেগুলোর মধ্যে রয়েছে—আলবেনিয়া, বাহরাইন, বাহামাস, পাকিস্তান, তুর্কি, থাইল্যান্ড, ইথিওপিয়া, মালয়েশিয়া, কাতার, ওমানসহ আরো কয়েকটি দেশ।
তবে ভ্রমণের আগে অবশ্যই প্রতিটি দেশের ইটিএ বা ই-ভিসা নীতি দেখে নিতে হবে, যাতে অবাক হওয়ার মতো কোনো ঘটনা ঘটে ভ্রমণের আনন্দ নষ্ট না হয়।
টিএ/