বাংলাদেশের দক্ষ কর্মীদের নিয়ে যা ভাবছে কুয়েত সরকার

বাংলাদেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী কুয়েত। বাংলাদেশি কর্মীদের প্রতি উচ্চ মূল্যায়ন প্রকাশ করে কুয়েত সরকার চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন খাতে পেশাদার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের শ্রমনিষ্ঠা, অনুগত আচরণ এবং প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি কর্মীরা কুয়েতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি শুধু কুয়েতের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

সাম্প্রতিক সময়ে কুয়েত বিপুলসংখ্যক নার্স নিয়োগ করেছে, যা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফল। পররাষ্ট্রসচিব কুয়েত সরকারকে এ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, গৃহকর্মী নিয়োগ নিয়ে রাষ্ট্রদূত কুয়েতের আগ্রহ প্রকাশ করেন। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে একটি আইনি চুক্তির প্রস্তাব দেওয়া হয়, যা উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি আলোচনায় উঠে আসে। কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক পেশাদারদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে, বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন পররাষ্ট্রসচিব। রাষ্ট্রদূত এই প্রস্তাবকে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

উভয় পক্ষ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু কূটনৈতিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কুয়েতের সহকারী এশিয়াবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ঢাকা সফরে পাঠানো এবং ঢাকায় যৌথ কমিশন সম্মেলনে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করা।

কুয়েতের এই কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। পেশাদার কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া যেমন দেশটির রেমিট্যান্স বাড়াবে, তেমনি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। গৃহকর্মীদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হলে বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ ও অধিকার আরও সুরক্ষিত হবে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা Aug 06, 2025
img
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আনুশকার ‘ঘাটি’ Aug 06, 2025
img
’৭১-কে ’২৪-এর মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Aug 06, 2025
img
পুরো গাজা দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরাইলের ওপর: ট্রাম্প Aug 06, 2025
বিচারের আগে রাজাকারদের চিহ্নিত করতে হবে, বললেন শিবির নেতা! Aug 06, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তবে বাড়বে তাপমাত্রা Aug 06, 2025
img
ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে এককভাবে রাজত্ব কায়েম করেছিল : আমীর খসরু Aug 06, 2025
img
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? Aug 06, 2025
img
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে Aug 06, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Aug 06, 2025
img
আজ দেশব্যাপী বিজয় র‍্যালি করবে বিএনপি Aug 06, 2025
img
দীপিকা-সন্দীপ বিতর্কে মুখ খুললেন রুবিনা Aug 06, 2025
img
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বার্লিনে বিএনপির বিজয় উৎসব পালন Aug 06, 2025
img
চাঁদে প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনে নেতৃত্ব নিতে চায় যুক্তরাষ্ট্র Aug 06, 2025
img
৩৫ বছর পর একই পরিবারের ৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ Aug 06, 2025
img
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালিত Aug 06, 2025
img
গাজাবাসীর জন্য ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের Aug 06, 2025
img
বিএনপির নয়, দেশের সাংবাদিক হন : আমীর খসরু Aug 06, 2025
img
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল ৭ জনের Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি Aug 06, 2025