মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের। এ অঞ্চলকে মেগা বন্দরে রুপান্তর করতে চায় দেশটির একটি কোম্পানি। বাংলাদেশের এই গভীর সমুদ্রবন্দরকে এ অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দর হিসেবে স্থাপনে সহায়তা করতে ইতিমধ্যে আগ্রহের কথা জানিয়েছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল।
বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগদানের কারনে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন ড ইউনুস। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের পাশাপাশি নামকরা বিনিয়োগকারীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন প্রধান উপদেষ্টা। যার ধারাবাহিকতায় সৌদি কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলীরেজার সাথেও বৈঠক করেছেন তিনি।
জানা গেছে, প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পতেঙ্গা টার্মিনাল পরিচালনাকারী রেড সি গেটওয়ে টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে এই সৌদি কোম্পানি।
সৌদি মালিকানাধীন রেড সি গেটওয়ে টার্মিনাল ইতিমধ্যেই চীন থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির আদেশ দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম আমদানির কার্যাদেশ দেবে বলেও জানানো হয়েছে।
বিগত সরকারের আমলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ধরা হত অর্থনীতির লাইফলাইন হিসেবে। যে কোনো পণ্য সহজে এবং কম খরচেই আমদানি-রপ্তানিকারকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে হাতে নেয়া হয় এ প্রকল্প। যেখানে সর্বোচ্চ এক লাখ টনের বেশি পণ্যবাহী জাহাজ ভেড়ার সক্ষমতা রয়েছে।
টিএ/