জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিবিজরিত নানা সামগ্রী এখন শিল্পকলা একাডেমিতে। বিশেষ প্রদর্শনীতে জায়গা পেয়েছে আলোচিত শহীদ আবু সায়্যিদের প্যান্ট, মীর মুগ্ধের রক্তমাখা আইডি কার্ড ও শার্টটি। বারান্দায় কাপড় আনতে গিয়ে গুলিতে নিহত নাইমার আকা শেষ ছবিটিও প্রদর্শিত হচ্ছে শিল্পকলায়। রয়েছে ক্রিকেটপাগল তরুণ শহীদ মাহমুদুর রহমান সৈকতের ব্যাট-বল। উত্তরাতে ৫ আগস্টে নিহত শিশু জাবির ইব্রাহিমের ছোট্ট সাইকেলটিও রয়েছে এই প্রদর্শনীতে। রয়েছে শহীদ শাফিক উদ্দিন আহমেদ এর শখের গিটারও।
শিল্পকলা একাডেমিতে চলছে জুলাই জাগরণ নামে প্রথম আলোর বিশেষ প্রদর্শনী। সেখানেই জায়গা পেয়েছে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত নানা স্মারক।
১৬ জুলাই রংপুরে নিহত হয়েছিলেন আবু সায়্যিদ। পুলিশের গুলির সামনে দুইহাত প্রসারিত করে দাঁড়িয়ে যাওয়ার দৃশ্যটি অনুপ্রাণিত করেছিলো গোটা দেশকে। সেদিন সাঈদের গায়ের রক্তমাখা টি-শার্টটি হাসপাতালেই খুলে ফেলা হয়। ১৭ জুলাই তাঁর দাফনকাজের পর পরনের প্যান্টটা মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। পোশাকটির গুরুত্ব বুঝতে পেরে পরিবারের পক্ষ থেকে তুলে তা সংরক্ষণ করা হয়। এই প্যান্টসহ আবু সাঈদের ব্যবহৃত বেশ কিছু স্মারক প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে।
১৮ জুলাইয়ে উত্তরায় শহীদ মীর মুগ্ধের রক্তে মেখেছিলো গোটা শরীর। রক্ত ঢুকে গিয়েছিলো আইডি কার্ডের লেমোনেটিং এর ভেতরেও। তার সেই আইডি কার্ডটি সেভাবেই রেখে দিয়েছিলো তার পরিবার। যা এখন প্রদর্শিত হচ্ছে শিল্পকলা একাডেমিতে।
১৯ জুলাইয়ে নিজের ঘরে বসে আঁকছিলেন আন্দোলনের ছবি। আঁকতে আঁকতেই মাকে বললেন, শুকনা কাপড় আনতে বারান্দায় যাচ্ছি। মেয়ের পেছন পেছন মা-ও গেলেন। বারান্দায় যেতেই একটা গুলি এসে নাঈমার মাথায় ঢুকে যায়। অসমাপ্ত থেকে যায় কলেজছাত্রী নাঈমার শেষ ছবি। সেই অসমাপ্ত ছবি এখন জুলাই জাগরণ নামক প্রদর্শনীতে।
ধীরে ধীরে টাকা জমিয়ে কেনা শহীদ শাফিকের শখের গিটারও রয়েছে এই প্রদর্শনিতে। ঈদের সালামি ও জমানো টাকায় গিটারটি কিনেছিলেন শাফিক আহমেদ। ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার মাত্র কয়েক দিন আগে পরিবারের সদস্যদের গিটার বাজিয়ে শুনিয়েছিলেন আহনাফ। বেসুরো বলে খুনসুটি করেছিলেন খালা, শেষ পর্যন্ত খালাকেই গাইতে হলো গিটারের তালে তালে। প্রদর্শনিতে থাকা গিটারের তারগুলো আর কখনোই পাবেনা শাফিকের আঙুলের ছোয়া।
৫ আগস্ট বাবা মায়ের সাথে বিজয় মিছিল দেখতে গিয়ে বুলেটে নিহত হয়েছিলো ছোট্ট শিশু জাবির ইব্রাহিম। ইব্রাহিমের শখের একটি সাইকেল ছিলো। ছোট্ট জাবিরের সেই সাইকেলটিও জায়গা পেয়েছে এই বিশেষ প্রদর্শনীতে।
টিএ/