বাংলাদেশে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করল মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড। এক নোটিশেই বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে দেয়া হয়েছে এমন নির্দেশনা।
ইউএসএইডের বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন গতকাল শনিবার সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন। যেখানে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ: যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনঃমূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ, শিরোনামে সকল অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দেয়া হয়।
চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ নেওয়া হয়েছে এই চিঠিতে।
গতবছর, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্রদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছিল, বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে।
দীর্ঘদিন ধরেই বৈদেশিক সাহায্য কেতার পররাষ্ট্রনীতির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। তবে, ট্রাম্প প্রশাসন সরকার গঠনের পরপরই এই নীতি থেকে সরে আসতে শুরু করে। ট্রাম্পের নতুন এই নির্বাহী আদেশ অনুসারে, বাংলাদেশে সামরিক সহযোগিতার পথ বন্ধ হয়ে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে।
টিএ/