মন্ত্রিত্ব ছেড়েও যেন বিতর্ক পিছু ছাড়ছে না বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। এবার সেই এমপি পদও ছেড়ে দেয়ার চাপে পড়েছেন তিনি। টিউলিপ সিদ্দিককে সবাই ভালো মনে করলেও, তিনি এমনটি নন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস।
দুর্নীতি, ফ্ল্যাট উপহার নেয়া, মিথ্যা তথ্য সরবরাহ, বাংলাদেশের মেগা প্রকল্প থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে চলতি মাসের মাঝামাঝিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি তার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি।
টিউলিপের এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির থেকেও তার ইস্তফা দেয়া উচিত বলে মনে করছেন তারা। এমনকি এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবিতে পিটিশনও দায়ের করেছে কনজারভেটিভ পার্টি। বিতরণ করেছে লিফলেট।
লিফলেটটিতে বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ পরিবারের ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটিও উল্লেখ করা হয়। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন কনজারভেটিভ নেতা ডগলাস। তিনি বলেন, টিউলিপ ছোট খাটো, নিরপরাধ, সুন্দর মেয়ে- সবার এমন ধারণা সঠিক নয়।
জনপ্রিয় লেবার এমপি টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতায় বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শেখ পরিবারের বিরুদ্ধে। নিজেকে বরাবর বৃটিশ নাগরিক এবং বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্কহীন উল্লেখ করলেও অর্থ আত্মসাতের অভিযোগ থেকে রেহাই পাননি টিউলিপও।
এমন অভিযোগের পরপরই সামনে আসে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নিয়েছেন টিউলিপ। উপহার দেয়া ব্যক্তি শেখ হাসিনা ঘনিষ্ঠ বলেও প্রমাণ মেলায় তীব্র তোপের মুখে পড়েন তিনি। ফ্ল্যাটের তথ্যটি গোপন করায় ধারণা করা হয়, বিশেষ সুবিধা পাইয়ে দিতে টিউলিপ ঘুষ হিসেবে এই ফ্ল্যাট নিয়েছিলেন। এরপরই ব্যাপক চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।
টিএ/