সাকিবের ৩ উইকেটের পরও ইংল্যান্ডের হার

পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে এক নাটকীয় জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতল ভারত। ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে তারা সিরিজে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে। তবে, এই ম্যাচে সাকিব মেহমুদের দুর্দান্ত বোলিং ছিল সবচেয়ে আলোচিত বিষয়। যেখানে তিনি ভারতের শীর্ষ ব্যাটারদের তোপে ফেলে দেন।

একদিকে ভারতের বিপদে পড়া স্কোরবোর্ড, অন্যদিকে সাকিবের ৩ উইকেট। ইংল্যান্ড যখন ম্যাচে ফিরতে চেয়েছিল, তখনই সাকিব তাদের জয়ের স্বপ্নে শেষ পেরেকটি ঠুকে দেন।

ভারতের ১৮১ রানের লক্ষ্য শুরুতে ইংল্যান্ডের জন্য খুবই অনুকূল মনে হচ্ছিল। তবে বেন ডাকেটের ১৯ বলে ৩৯ রানের ঝড় তোলা সত্ত্বেও ৬১ রানে প্রথম উইকেট হারানোর পর ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। পরবর্তী ৬ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট।

তবে, হ্যারি ব্রুক মাত্র ২৫ বলে দ্রুত ফিফটি পূর্ণ করে ইংল্যান্ডের ইনিংসকে নতুন প্রাণ দেয়। কিন্তু ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত ইংল্যান্ড ১৬৬ রান করতে সক্ষম হয়।

ভারতের ১৮১ রানের সংগ্রহের পরেও শুরুতে কিছুটা বিপদে পড়তে হয়েছিলো। ৭৯ রানে ৫ উইকেট হারানোর পর, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ৪৫ বলের মধ্যে ৮৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলের ঘুরে দাঁড়ানোর ভিত তৈরি করেন। দুজনেই ৫৩ রান করে আউট হলেও, তাদের দৃঢ় ইনিংস ভারতের জন্য একটি শক্তিশালী স্কোর গড়ার ভিত্তি তৈরি করে।

টিএ/

Share this news on: