এবার আওয়ামীলীগের হয়ে লিফলেট বিতরণে নেমে সমালোচনার মুখে শিক্ষা ক্যাডার কর্মকর্তা। চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন মুকিব মিয়া নামে এই শিক্ষা ক্যাডার কর্মকর্তা।
গত সপ্তাহে ফেব্রুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচী ঘোষণা করেছে আওয়ামীলীগ। যেখানে ১ থেকে ৫ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত লিফলেট বিতরন কর্মসূচী ঘোষণা করেছে দলটি। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করছে দলটির নেতাকর্মীরা। যা প্রচার করা হচ্ছে আওয়ামীলীগের অফিশিয়াল ফেসবুক পেজে।
তবে, এমন কার্যক্রমে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মুকিব মিয়া নামের এক শিক্ষা ক্যাডার কর্মকর্তা। রাজধানির জাতীয় প্রেসক্লাব এলাকায় আওয়ামীলীগের লিফলেট বিতরনে অংশ নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি এবং এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদও শেয়ার করেছেন মুকিব।
লালমনিরহাটের একটি সরকারি কলেজে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মিয়া। বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচে এখানে পদায়ন হয়েছে তার। তবে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এ নিয়ে সরব হয়েছেন তিনি। তার ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একাধিক পোস্ট করেছেন তিনি। সম্প্রতি, লিফলেট বিতরন ইস্যুতে নেতা কর্মীদের নিজ উদ্যোগে লিফলেট সরবরাহের কথাও জানান তিনি।
জানা গেছে, বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন তিনি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে, অনেকেই মনে করছেন রাষ্ট্রের কর্মচারী হিসেবে চাকরিবিধি লঙ্ঘন করেছেন মুকিব মিয়া।
ফলশ্রুতিতে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে নোটিশও দেয়া হয়।
টিএ/