হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। রোববার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দেখা যাচ্ছে না অল্প দূরের জিনিসও। কুয়াশার কারণে সকাল থেকে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।
মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা ও আফতাবনগরসহ শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার চাদরে মোড়ানো দৃশ্য দেখা গেছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদীপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী দুই দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
টিএ/