বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের তালিকায় আজও প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৩। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
এর আগে, গতকাল রোববারও (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে ছিল ঢাকার নাম। এদিন সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার বায়ুমান ছিল ৩৯৫; যা খুবই ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্যের জন্য।
সোমবার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়ানগুন, এই শহরের স্কোর ২১০। তালিকায় ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনা, যার স্কোর ১৮৪ আর একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি।
সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
টিএ/