বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে এই তথ্য জানানো হয়। ওই পোষ্টে শেহবাজ শরীফের চিঠিটিও যুক্ত করে দেওয়া হয়েছে।
৩১ জানুয়ারি ইসলামাবাদ থেকে ইস্যু করা ওই চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চিঠিতে শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।
পাকিস্তান বিএনপির চেয়ারপার্সন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও ওই চিঠিতে আশ্বস্ত করেন শেহবাজ। চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে আছেন। লন্ডন ক্লিনিকে প্রায় ২০ দিন চিকিৎসা নিয়ে এখন তিনি রয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা।
জানা গেছে ঈদুল ফিতর পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান। দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন। তার শারীরিক অবস্থা সার্বিক দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
টিএ/