ঘন কুয়াশায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ছয়টি ফ্লাইট। এসব ফ্লাইট পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। অবশ্য কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষ।
৩ ফেব্রুয়ারি ভারতের কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ও মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটিসহ ৩টি ফ্লাইট। ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী, কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ও ৫টা ৩০ মিনিটে।
এছড়া মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি অবতরণের কথা ছিল ৪টা ৪০ মিনিটে। এই সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে, অন্য বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটগুলো। একই কারণে শারজাহ, দুবাই, কলকাতা, সিঙ্গাপুর, জেদ্দা, দোহা থেকে দেরিতে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে ১ থেকে ৩ ঘণ্টা দেরি করে।
কুয়াশার কারণে আরো ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ১৬টি ফ্লাইটের মধ্যে ৯টি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।
ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইটেরও দেরি হয় এদিন।
টিএ/