সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২টার পর সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
এমন অবস্থায় রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করবেন বলে গতকাল রাতে ঘোষণা দিয়েছিলেন। মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে বলে তারা জানান।
এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিএ/