সারাদেশে আওয়ামীলীগ নিষ্ক্রিয় হলেও গোপালগঞ্জে তারা বেশ সক্রিয়। এবার হামলা চালিয়েছে পুলিশের ওপরেই। শুধু তাই নয় পুলিশকে উদ্দেশ্য করে ভূয়া ভূয়া স্লোগান দেয়ারও অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে হয়েছে মামলাও।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া থানা–পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগের কর্মী ও টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী নামের এক ব্যক্তি দলের লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সাফায়েতকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সাফায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশের সদস্যসহ আটজন আহত হন।
এ ঘটনায় করা মামলায় পরে সাফায়েত গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টিএ/