ট্রাম্পের শপথে আমন্ত্রণ পেতে তোষামোদ করেন মোদী!

ঐতিহাসিক মিত্রদের সঙ্গে যেন যেচে দুরত্ব বাড়ানোর মিশনে নেমেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই প্রতিবেশী কানাডা-মেক্সিকোর সঙ্গে যেমন শুরু করেছেন শুল্ক যুদ্ধ তেমনি গ্রিনল্যান্ড, পানামা খাল কিনতে চেয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ডেনমার্ক-পানামার সঙ্গে।

ট্রাম্পের পাগলামি থেকে বাদ যাননি তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গুঞ্জন উঠেছে ট্রাম্পের শপথ আয়োজনে নিমন্ত্রণ পেতে বেশ কয়েকবার তদবির করেও ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী। বরং তার বদলে আমন্ত্রণ পান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোই প্রমাণ করছে- উপমহাদেশীয় পরাশক্তি ভারতকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প। সেই সঙ্গে শপথ নিয়েই অবৈধ ভারতীয় অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানোর মাধ্যমে সে ধারণাকেই আরও শক্তিশালী করলেন তিনি।

নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের এমন দূরত্বকে হাতিয়ার করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি’র বিরোধীরা। তাদের অভিযোগ, ট্রাম্পকে ভারতঘেঁষা করতে না পারার দায় নরেন্দ্র মোদী ও তার সরকারের। বিজেপি সরকারের কূটনৈতিক ব্যর্থতাতেই যুক্তরাষ্ট্রের কাছে ভারতকে নত হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে ৩ ফেব্রুয়ারি লোকসভার অধিবেশনে বসেন দেশটির রাজনৈতিক নেতারা। এমন সময় বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরকে দিয়ে তদবির চালান মোদী।

কেবল যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের স্বার্থরক্ষার চেষ্টাকারী ও প্রতিশ্রুতি জানানো বিশ্বনেতারাই সে আয়োজনে নিমন্ত্রণ পেয়েছেন। ফলে জয়শঙ্করকে তিন-চারবার যুক্তরাষ্ট্রে পাঠিয়েও ট্রাম্পের আস্থা অর্জন করতে পারেননি নরেন্দ্র মোদী।

রাহুল গান্ধীর এমন অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে লোকসভা। তবুও তিনি ক্ষান্ত হননি। দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে কখনওই ট্রাম্পকে তোষামোদ করতে গিয়ে ভারতীয়দের ছোট করতেন না তিনি। বরং ভারতকে এমন উচ্চতায় নিয়ে যেতেন যেখানে আমন্ত্রিত বিশ্বনেতাদের মতোই সসম্মানে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে বাধ্য হতেন ট্রাম্প।

রাহুল গান্ধী বলেন, ‘আমরা কখনওই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৩-৪ বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকত এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসতেন। তিনি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে বাধ্য থাকতেন।’

রাহুল গান্ধী এমন মন্তব্যে বেশ ক্ষিপ্ত হন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু। রাহুল গান্ধীকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আপনি এমন ভিত্তিহীন কথা বলবেন না।’ তার দাবি, ট্রাম্পের শপথে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েই যুক্তরাষ্ট্র যান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন তিনি। অংশ নেন ট্রাম্পের শপথ আয়োজনেও।

সে অনুষ্ঠানের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণেই রাহুল গান্ধী এমন ভিত্তিহীন মন্তব্যের সুযোগ পেয়েছেন বলেও অভিযোগ করেন রিজ্জু। এদিকে, সামাজিক মাধ্যম এক্স পোস্টে রাহুল গান্ধীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি জানান, ‘ভারতের প্রধানমন্ত্রী কখনওই এ ধরনের শপথ অনুষ্ঠানে যান না। সাধারণত এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দূতরাই অংশ নেন। রাহুল গান্ধী মিথ্যাচার করছেন উল্লেখ করে তিনি বলেন, গেল ডিসেম্বরে তিনি যুক্তরাষ্ট্র সফর করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর নিমন্ত্রণ নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
দুই-এক দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি আসবে, আশা ভারতের Nov 01, 2025
img
মিসরে উদ্বোধন হলো ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ Nov 01, 2025
img
মালয়েশিয়ায় ১০ দিন ব্যস্ত সময় পার করলেন পরীমণি Nov 01, 2025
img
জাকেরের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করলেন ইরফান সাজ্জাদ! Nov 01, 2025
img
বিশ্ব র‌্যাংকিংয়ে ভারতের পাসপোর্টের চরম অবনতি Nov 01, 2025
img
জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই: সাইফুল হক Nov 01, 2025
img
ইসলামী দল ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্য বদলাবে না : মুজিবুর রহমান Nov 01, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ আমাদের ‘টাফ টাইম’ দিয়েছে: লিটন Nov 01, 2025
img
বেশি ছাড় দেওয়ার মানসিকতায় মাইনকা চিপায় বিএনপি : মাসুদ কামাল Nov 01, 2025
img
কিউরেটর গামিনির সঙ্গে বিসিবির সম্পর্ক সমাপ্তির পথে Nov 01, 2025
img
অভিষেক শর্মা ভারতের পরবর্তী ব্যাটিং সুপারস্টার: অশ্বিন Nov 01, 2025
img
বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে: ডা. তাহের Nov 01, 2025
img
উত্তম-সুচিত্রার পেশাদারিত্বের প্রশংসায় মুখ খুললেন রঞ্জিত মল্লিক Nov 01, 2025
img
শেখ হাসিনার কনফিডেন্স শূন্যের কোটায়: জিল্লুর রহমান Nov 01, 2025
img
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেস সচিব Nov 01, 2025
img
মা হতে বারবার ব্যর্থ হলেও হার মানেননি ফারাহ খান! Nov 01, 2025
img
রোববারের মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস Nov 01, 2025
img
আজ থেকে শুরু জাটকা শিকারে নিষেধাজ্ঞা Nov 01, 2025
img
বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো অন্যায় হয়েছে : সেলিম Nov 01, 2025
img
‘প্রিন্স’ নায়িকার পারিশ্রমিক নিয়ে শোবিজে তুমুল আলোচনা Nov 01, 2025