দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। অতীতের তিক্ততা ভুলে ফের দাম্পত্য জীবনের পথে পা বাড়াচ্ছেন ‘পাখি’। বহু চড়াই-উতরাই পেরিয়ে এবার ভেবেচিন্তেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন মধুমিতা। তবে সেই ভালোবাসার বিয়ে টেকেনি। তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে একসময় প্রকাশ্যেই জানিয়েছিলেন, অল্প বয়সের সিদ্ধান্তই ছিল সেই বিয়ে। এমনকি একটা সময় প্রেম ও সম্পর্কে আস্থাও হারিয়ে ফেলেছিলেন নায়িকা।
কিন্তু ২০২৪ সাল মধুমিতার জীবন পুরোপুরি বদলে দেয়। পুরোনো বন্ধুত্ব থেকেই জন্ম নেয় নতুন ভালোবাসা। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকেই এবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। দুর্গাপুজোয় সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন যুগল, আর এবার সাতপাকে বাঁধার পালা।
জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই বিয়ে সারবেন মধুমিতা ও দেবমাল্য। ২৩ জানুয়ারি বসছে বিয়ের আসর, বারুইপুর রাজবাড়িতে। তার আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুটে রোম্যান্সে মাখামাখি এই জুটি। রবিবার দেবমাল্য একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন— ‘কাউন্টডাউন’, যা থেকেই স্পষ্ট বিয়ের দিনগোনা শুরু।
ছবিতে অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন দু’জন। শীতের পোশাকে একে অপরকে আগলে রোম্যান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে কর্মরত। ভ্রমণপ্রেমী দেবমাল্যই এখন মধুমিতার পার্সোনাল ফটোগ্রাফার।
২৩ জানুয়ারির বিয়ের পর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন। বিয়ের দিনে সাবেকি সাজেই ধরা দেবেন বর-কনে। উল্লেখ্য, ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বর্তমানে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন তিনি। আপাতত বিয়ের প্রস্তুতি আর শুটিং—দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী।
এবি/টিকে