প্রমথনাথ বিশী ১৯০১ সালের ১১ জুন নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ।
প্রমথনাথ শৈশবেই কবিগুরু রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। মেধা, প্রখর বুদ্ধিবৃত্তি, অধ্যয়ননিষ্ঠা, কবিপ্রতিভা ইত্যাদি গুণের জন্য রবীন্দ্রনাথ তাকে খুব স্নেহ করতেন।
সাহিত্যচর্চা ও গবেষণায় কৃতিত্বের জন্য প্রমথনাথ বিশী সরোজিনী স্বর্ণ পদক, রবীন্দ্র পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, জগত্তারিনী পুরস্কার লাভ করেন।
সাহিত্যকর্মের পাশাপাশি প্রমথনাথ কংগ্রেসের হয়ে ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং ১৯৭২ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৮৫ সালের ১০ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“না ভাবিয়া লিখিলে জার্নালিজম, ভাবিয়া লিখিলে সাহিত্য।”