ফ্রান্সে মামলা করলেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে এ মামলা করেছেন তিনি। আদালতে নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পিনাকি লিখেছেন, ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে।
পোস্টে তিনি আরও লিখেছেন, আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাকে হত্যার উসকানি দেওয়ার জন্য এ-টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে।
পিনাকির নিজের বগুড়ার বাসার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ। তাই তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, এভাবে পাহারা দেওয়ার দরকার নাই। আমি আশা করি, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে।