দিনাজপুরে হাট-বাজার ইজারার দরপত্রের বাক্সে সুপার গ্লু ঢেলে শিডিউল ও কাগজপত্র নষ্ট করার ঘটনা ঘটেছে। এতে দরপত্র বিশ্লেষণ করা সম্ভব হয়নি, ফলে প্রশাসন কার্যক্রম স্থগিত করেছে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ২৪টি হাট-বাজার ইজারার দরপত্রের বাক্স জেলা ট্রেজারিতে পাঠানো হয়। এর আগে, সদর উপজেলা পরিষদ কার্যালয়ে বাক্সগুলো খুলে দেখা যায়, দরদাতারা যে দরপত্র জমা দিয়েছেন, সেগুলো শক্তভাবে আঠা (সুপার গ্লু) দিয়ে একত্রে আটকে দেওয়া হয়েছে।এ অবস্থায় কোনো দরপত্র বিশ্লেষণ করা সম্ভব হয়নি, ফলে কার্যক্রম স্থগিত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, "দরপত্র মূল্যায়ন করতে গিয়ে দেখা যায়, একটি বাক্সের শিডিউল পড়া সম্ভব নয়। শক্ত আঠা দিয়ে লাগানো ছিল। এটি কোনও দুরভিসন্ধি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"তিনি আরও বলেন, "তদন্ত শেষে দায়ীদের চিহ্নিত করে উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং জেলা প্রশাসকের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই অনিয়ম যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া, হাট-বাজার ইজারার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।এ ঘটনায় জেলার ব্যবসায়ী ও দরদাতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।