সাবেক এমপিসহ ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উত্তরা থেকে আজ সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়, পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগের সহিংসতার অভিযোগ রয়েছে। গত ১২ নভেম্বর ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার ঘটনায় ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছিল। এছাড়া গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়ার পরেও তিনি নির্বাচিত হতে পারেননি। এ ঘটনায় উত্তরা থানায় তদন্ত শুরু হয়েছে। পুলিশি তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে।

Share this news on: