দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে শিরোপা নির্ধারণী ম্যাচে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের সময় সকাল ৭টায় মুখোমুখি হবে ফুটবলবিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ৬-০ গোলের বিশাল পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে চূড়ান্ত পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল, টানা তিন ম্যাচে জয় পেয়ে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে পৌঁছেছে তারা।
অন্যদিকে, আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই ব্রাজিলকে পরাজিত করে দুর্দান্ত শুরু করেছিল, যদিও গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে আছে তারা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে তারা। শুক্রবারের ম্যাচটি আসলে শিরোপার ভাগ্য নির্ধারণ করতে পারে, যেখানে জয়ী দল পাবে ১২ পয়েন্ট এবং নিশ্চিত করবে ট্রফি।
যদি ম্যাচটি ড্র হয়, তবে দু’দলের পয়েন্ট হবে ১০, যা পরবর্তী ম্যাচকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে। শেষ ম্যাচেও পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। ব্রাজিল শিরোপা জিতে ১৩তম ট্রফি নিশ্চিত করতে চাইবে, আর আর্জেন্টিনা ষষ্ঠ মহাদেশীয় শিরোপা জিতে ইতিহাস গড়তে চাইবে। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে জয়ী দল হবে দক্ষিণ আমেরিকার নতুন চ্যাম্পিয়ন।