ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার বা শিক্ষা ক্যাডারের শয়তান শিকার; অভিনব এই নামে এবার অভিযানে নামছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা ক্যাডারে থাকা আওয়ামীলীগ ঘনিষ্ট কর্মকর্তা ও দূর্নিতীগ্রস্থদের ধরতে অভিনব এই অভিযানে নেমেছে মন্ত্রণালয়। মূলত গত ২ ফেব্রুয়ারি প্রেসক্লাবে প্রেসক্লাবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রণালয়। আলোচিত মুকিব মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এখনও সরকারের বিরুদ্ধে নানা যড়যন্ত্র চলছে। বদলি করা হলেও কেউ কেউ কলেজে যোগদান না করেই ঢাকায় বসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এবার তাদের তথ্য সংগ্রহ করতে গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে। মূলত মুকিব মিয়ার লিফলেট বিতরনের পরেই টনক নড়েছে শিক্ষা প্রশাসনে।
জানা যায়, মুকিবের ঘটনার পর ছাত্রলীগের সাতজন পদধারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে এনসিটিবি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে সরানো হয়েছে। এরমধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রীও আছেন। সরানোর কাজটি এখন নিয়মিত করবে মন্ত্রণালয়। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে যারা শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে আছেন, তাদের দ্রুত বদলি, যাদের রাজধানীর আশপাশে বদলি করা হয়েছে তাদের দূরে বদলি করা হবে।
কোটা আন্দোলনকারীদের এ যুগের রাজাকার বলায় গত ৩ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসায় হামলা চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। সেই হামলার প্রতিবাদে ৪ আগস্ট শিক্ষাভবনে মিছিল করেন শিক্ষা ক্যাডারের ৩০ জন কর্মকর্তা। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন গ্রেপ্তার হওয়া মুকিব মিয়া। এ সময় তারা ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। নওফেলের বাসায় হামলা কেন, খুনি খালেদা জবাব দে। মন্ত্রীর বাসায় হামলা কেন, খুনি খালেদা জবাব দে এসব নানা স্লোগান দেন।
সেই স্লোগানধারীদের অনেকেই শিক্ষা প্রশাসনে এখনও বহাল তবিয়তে আছেন। অনেককে রাজধানীর আশপাশের কলেজে বদলি করা হয়েছে। কাউকে নিজ জেলায় বদলি করায় চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষা প্রশাসনে।ওইদিন নওফেলকে দেখানোর জন্য বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রলীগের শপথবদ্ধ রাজনীতি করা শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও নির্দিষ্ট রাজনৈতিক দলের তাবেদারী করা এসব কর্মকর্তাদের নিয়ে বিব্রত মন্ত্রনালয়। তাই তাদের বের করতেই ঘোষিত হলো ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার নামক অভিযান।