বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রবিবার শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এ ছাড়া এবারই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত।
রাজধানীর পাশে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তাবলয়, ধর্মীয় উদ্দীপনায় তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরব্বি, বুজুর্গ আলেম-মাওলানাদের গুরুত্বপূর্ণ বয়ান, নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন আগত মুসল্লিরা। তবে এ পর্বে আখেরি মোনাজাত আরবি ও উর্দুতে পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাতের আগে হবে হেদায়াতি বয়ান।