বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা রাজশেখর বসু ১৮৮০ সালের ১৬ মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পরশুরাম ছদ্মনামে ব্যঙ্গ কৌতুক রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন।
ছদ্মনামে গল্প রচনা ছাড়াও তিনি স্বনামে কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), কৃষ্ণকলি, হনুমানের স্বপ্ন, চলন্তিকা, গড্ডলিকা ইত্যাদি গ্রন্থ রচনা করেন।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমী, জগত্তারিণী পদক, সরোজিনী পদক লাভ এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেন।
তিনি ১৯৬০ সালের ২৭শে এপ্রিল স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি-
“যাঁরা খ্যাতির শীর্ষে উঠেছেন তাঁদের পদবির দরকার হয় না।”