শেখ হাসিনাকে ভারতে রাখতে চান না ৫০ শতাংশ ভারতীয়। তাদের মতে, হাসিনাকে হয় বাংলাদেশে ফিরিয়ে দেয়া উচিত অথবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়া উচিত। ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য।বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়ে ভারতীয়দের মতামত জানতে সম্প্রতি ‘মুড অব দ্য ন্যাশন’ শিরোনামের একটি জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফলে দেখা গেছে, ৫০ শতাংশ ভারতীয় শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে বিরোধিতা করেছেন।
এছাড়া, ২১ দশমিক ১ শতাংশ ভারতীয় মনে করেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষও একই মত পোষণ করেন।
অন্যদিকে, ২৯ দশমিক ১ শতাংশ ভারতীয়ের মত, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে নির্বাসিত করা যেতে পারে। এতে শেখ পরিবারের সঙ্গে ভারতেরর রাজনৈতিক দলগুলোর সখ্যতা যেমন বজায় থাকবে একইভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও ভঙ্গুর কূটনৈতিক সম্পর্ক ফের জোড়া লাগবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ নিয়ে বাংলাদেশিদের তোপের মুখে পড়ে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার।
বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার গুলি, গ্রেপ্তার, হত্যা, গুম, নির্যাতন। অর্থপাচারসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে শেখ হাসিনা, তার সরকার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
সরকারি ও বেসরকারি হিসাব অনুযায়ী, ওই সময়ের দমন-পীড়নে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু। আহত হয়েছেন হাজারো মানুষ, আর ১১,৭০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।জুলাই গণ অভ্যুত্থানের শতাধিক হত্যা-মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একাধিকবার মোদী সরকারের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক চিঠি পাঠালেও তাতে কর্ণপাত করেনি তারা। তবে দিন দিন যেন গলার কাটায় পরিণত হচ্ছেন শেখ হাসিনা। ভারত তাকে গিলতেও পারছে না আবার উগড়ে দিতেও পারছে না। ইন্ডিয়া টুডের জরিপই প্রমাণ করছে শেখ হাসিনা প্রশ্নে ভারতীয় জনমতের বিভক্তি। শেখ হাসিনাকে কতদিনই বা আশ্রয় দেয়া হবে কিংবা তার বিষয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদী সরকার সেটিই এখন দেখার বিষয়।