নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব

ছাত্রলীগের বগুড়া জেলার এক নেতা ভোল পাল্টে এখন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব হয়েছেন। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এতে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই এতে অছাত্র, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের রাখায় ত্যাগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সংগঠনের সদস্যসচিব শাকিব খানের পদ স্থগিত করা হয়।

কমিটিতে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের সাঁতাহার আদর্শপাড়ার মো. মিঠুর ছেলে ও সান্তাহার সরকারি কলেজের শিক্ষার্থী মেরাজ হোসেন। তিনি ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগ কমিটির উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

মেরাজ দীর্ঘদিন বগুড়ার সান্তাহার সরকারি কলেজের ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। জেলা শাখার নেতা হওয়ার পর থেকে তিনি ছাত্রলীগের বিভিন্ন সভা, সমাবেশ ও দলীয় কর্মসূচিতে অংশ নেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে ফেলেন। কৌশলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। গত ৩০ জানুয়ারি বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটিতে ২৬ জন যুগ্ম সদস্যসচিবের মধ্যে মেরাজ হোসেনকে ১৬ নম্বরে রাখা হয়।

বিষয়টি প্রকাশ হলে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতা জানান, মেরাজ হোসনে তাদের সঙ্গে ছাত্রলীগ করতেন। জেলা কমিটিতে তার নাম রয়েছে। সংগঠন বিপদে থাকলেও মেরাজ নিজেকে পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত করেছেন। এতে আমরা হতবাক হয়েছি।

এ প্রসঙ্গে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহমুদুল হাসানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, মেরাজ হোসেন তাদের কমিটির নেতা। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কোনও কমিটিতে মেরাজ হোসেনের নাম থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে মেরাজ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share this news on:

সর্বশেষ

img
আজ বৈঠকে বসবেন নেতানিয়াহু, আসতে পারে নতুন সিদ্ধান্ত! Aug 26, 2025
img
১৮০ দেশে একযোগে চালু হলো গুগলের এআই মোড Aug 26, 2025
img
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক Aug 26, 2025
img
উপজেলা পর্যায়ে প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হবে খোলা আটা Aug 26, 2025
img
প্রেম আর টানাপোড়েনের আবেগঘন কাহিনি নিয়ে আসছে ‘গুস্তাখ ইশ্‌ক’ Aug 26, 2025
img
যুদ্ধ আর প্রেমে ব্যস্ত ভিকি, আপাত পেছাল ‘মহাবতার’ এর শ্যুটিং Aug 26, 2025
img
পদ্মার এক কাতল বিক্রি হলো ৩২ হাজার টাকায় Aug 26, 2025
img
ভ্যাট নিয়ে ল্যাংড়া-খোঁড়া আইন হয়েছে : এনবিআর চেয়ারম্যান Aug 26, 2025
img
গর্ভনর ও ডেপুটি গর্ভনরকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি Aug 26, 2025
img
আরাকান সংঘাত থামলেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব : ডব্লিউএফপি Aug 26, 2025
img
ট্রেলারে আলোড়ন তুলল ‘এক চতুর নার’ Aug 26, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Aug 26, 2025
img
এক বছরে কেন্দ্রীয় কারাগার থেকে ৮০ লাখ টাকা জব্দ : আইজি প্রিজন Aug 26, 2025
img
জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর Aug 26, 2025
img
‘মুনিয়ার মতো তোমাকেও সরিয়ে দেব’, ভুক্তভোগী নারীকে তৌহিদ আফ্রিদির হুমকি Aug 26, 2025
টেকনিক্যাল মোড়ে অবরোধ, পুলিশের আশ্বাসে এক ঘন্টায় সরে দাঁড়ালেন শিক্ষার্থীরা Aug 26, 2025
কঠোর আচরণবিধিতে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা Aug 26, 2025
শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ালেন পথচারীরা! Aug 26, 2025
img
শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ Aug 26, 2025
ফজলু ভাই ঠিক কথাই বলেছে : এম এ আজিজ Aug 26, 2025