বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে ১৬০ জন পদত্যাগ করেছেন। জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ণ ও অনিয়মের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে চাঁদপুর জেলায় এই ঘটনা ঘটে। এর আগে ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বর্তমান কমিটি লবিংয়ের মাধ্যমে অথবা অন্যকোনোভাবে দেওয়া হয়েছে। এমন দাবি করে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে।এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। তাদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের ম্যান্ডেটে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি।
কেন্দ্রে জানালেও তারা কোনও সদুত্তর দিতে পারেনি তারা। এ কথা উল্লেখ করে মুজাহিদ শিহাব বলেন আমরা চাই, এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র থেকে আলোচনা সাপেক্ষে আন্দোলনে সম্পৃক্ত এবং আন্দোলনের স্পিরিট যে হৃদয়ে ধারণ করে আগামী দিনের কার্যক্রমকে গতিশীল করবে এ ধরনের ছেলে-মেয়েদের অগ্রাধিকার দিয়ে একটি কমিটি গঠন করতে হবে।
মুজাহিদ শিহাব আরো বলেন, শুধুমাত্র এই কমিটি বাতিল করে নতুন কমিটি দিলে চলবে না। আমাদের জানতে হবে, কেন্দ্র আমাদের ধারণ করে কি না? কোন আলোচনা বা প্রতিনিধির মতামতের ভিত্তিতে এই কমিটি দেওয়া হয়েছে সেটি জানানো না হলে কেন্দ্রের কোনও নির্দেশনা নিজ জায়গা থেকে বাস্তবায়ন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।