জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুইটি সদস্য পদের মধ্যে একটি চার মাস ও আরেকটি দুই মাস ধরে খালি রয়েছে। আগামী ২ মার্চ থেকে আরো একটি সদস্য পদ খালি হবে।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এরমধ্যে সদস্য (কর জরীপ ও পরিদর্শন) এম এম ফজলুল হক গত ২০ ডিসেম্বর অবসরে গেছেন। ওই দিন থেকে এ পদটি খালি রয়েছে। সদস্য (বোর্ড এডমিন) পদটিও খালি রয়েছে।
এ দপ্তরে গত ৭ নভেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। আর আগামী ২ মার্চ সদস্য (আন্তর্জাতিক কর) জাহাঙ্গীর আলম অবসরে যাবেন। ওই দিনের পর এ পদটিও খালি হচ্ছে।