ছুটির দিনে বইমেলায় ভিড় বেশি বিক্রি কম

আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি আবার শুক্রবার। সে হিসেবে প্রাণের বই মেলায় দর্শনাথীদের আনাগোনা বেশি। লোকে লোকারণ্য ছিল বইমেলার প্রতিটি প্রাঙ্গণ। তবে অন্যদিনের ‍তুলনায় এদিন বিক্রি হয়নি বলে অভিমত দিয়েছেন প্রকাশক তথা বিক্রেতারা। তারা জানান, বইমেলায় দর্শনার্থীরা আসছেন, ছবি তুলছেন, পরে চলে যাচ্ছেন। ফলে বইমেলায় কাঙ্ক্ষিত পাঠকের উপস্থিতি কম লক্ষ করা গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার ২১তম দিনে মেলা প্রাঙ্গণে ঘুরে এমন চিত্রই দেখা যায়। এদিন সকাল ৭টায় মেলা শুরু হওয়ায় তখন থেকেই মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বেড়েছে কয়েকগুণ।

বইমেলায় ২০ দিনে (বৃহস্পতিবার পর্যন্ত) সর্বমোট নতুন বই এসেছে ১ হাজার ৯১০টি। শুধু বৃহস্পতিবারই মেলায় বই এসেছে ১১২টি।

বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত বইগুলোর মধ্যে সর্বাধিক এসেছে কবিতার বই। এ পর্যন্ত ছয়শর বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে। তবে কেনার ক্ষেত্রে পাঠকদের অপছন্দের তালিকায়ও অন্যতম কবিতার বই। কবিতার বইয়ের মান কমে যাওয়ায় পাঠকরা কবিতার বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে মেলায় দর্শনার্থীদের পছন্দের বইয়ের মধ্যে উপন্যাস, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাহিত্য, অনুবাদধর্মী বই উল্লেখযোগ্য।

বইমেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা সেজেগুঁজে দলবেঁধে মেলায় ঢুকছেন। তারা বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ কেউ কোনো স্টল বা প্যাভিলিয়নের সামনে বই হাতে নিয়ে ছবি তুলছেন। কিন্তু এরপর বই না কিনেই তারা বিদায় নিচ্ছেন। বিক্রয় কর্মী ও প্রকাশকদের মতে, গতবছরও পাঠকের এমন খরা ছিল না।

সময় প্রকাশনের বিক্রয় কর্মী আসিফ বলেন, মেলায় এত এত মানুষ আসছেন কিন্তু বিক্রি তেমন হচ্ছে না। গত বছরও এমন পরিস্থিতি ছিল না। এবার সবাই এসে শুধু ছবিই তুলছেন, এরপর চলে যাচ্ছেন।

অন্যপ্রকাশের দুজন বিক্রয় কর্মী বলেন, আমাদের স্টলে সবসময়ই ভালো বিক্রি হয়। তবে যে পরিমাণ দর্শনার্থী আসে, সে হিসেবে বিক্রি তেমন একটা হচ্ছে না।

এ এইচ প্রকাশনীর প্রকাশক শাহ আলম বলেন, গত বছর অনেক বেশি বিক্রি হয়েছে কিন্তু এ বছর তেমন বিক্রি হচ্ছে না। মেলায় যেমন মানুষ হচ্ছে সে অনুযায়ী বিক্রি নেই বললেই চলে। মানুষ বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

লেখাপ্রকাশের প্রকাশক আলমগীর হোসেন বলেন, মানুষের বই কেনায় আগ্রহ দেখতে পাচ্ছি না। ২১শে ফেব্রুয়ারি, আবার শুক্রবার হিসেবে অনেক বেশি বিক্রির আশা করেছিলাম। কিন্তু সকাল থেকে ১২টা পর্যন্ত কেউ একটি বইও কেনেননি। জুমার পর অল্প কিছু বই বিক্রি হয়েছে। আশা করি বিকেল বা সন্ধ্যার দিকে ভালো বিক্রি হবে।

Share this news on:

সর্বশেষ

img

বিগব্যাশ

বাংলায় উইকেট চাইলেন ওয়েড, প্রতিশ্রুতি রাখলেন রিশাদ Jan 09, 2026
img
ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক নাজমুল Jan 09, 2026
img
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বললেও ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: কোয়াব সভাপতি Jan 09, 2026
img
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প Jan 09, 2026
img
বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান: আয়াতুল্লাহ আলি খামেনি Jan 09, 2026
img
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের Jan 09, 2026
img
শক্তিশালী নারীরা বিবাহযোগ্যা নয়, পুরুষ পছন্দ করে অসহায় মহিলা: নীনা গুপ্তা Jan 09, 2026
img
প্রায় ৫ কোটি রুপি কর পরিশোধ করলেন রাশমিকা মান্দানা Jan 09, 2026
img
হাসনাত-মঞ্জুরুলের মনোনয়ন বাতিল নিয়ে পাল্টাপাল্টি আপিল Jan 09, 2026
img
অভিনেতা অভিমন্যুর বাড়িতে দুর্ধর্ষ চুরি Jan 09, 2026
img
পটিয়ায় জামায়াত প্রার্থী ফরিদুলের ৪ কোটি ৮০ লাখ টাকার সম্পদ Jan 09, 2026
img
অনুমতি ছাড়া গুরবাজের রুমে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট Jan 09, 2026
img
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি Jan 09, 2026
img
‘ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন’-ফের তামিমকে নিয়ে পোস্ট বিসিবি পরিচালকের Jan 09, 2026
img
হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? Jan 09, 2026
img
নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পালিয়ে গেছে, মানুষ তাদের খুঁজছে: আদিলুর রহমান Jan 09, 2026
img
মুসাব্বিরের বাসায় সালাহউদ্দিন আহমেদ Jan 09, 2026
img
আরেক গোলমেশিনকে দলে নিল ম্যানচেস্টার সিটি Jan 09, 2026
img
ভাইরালের পর খোলামেলা ভিডিও মুছে দিলেন অভিনেত্রী জেবা Jan 09, 2026
img
চলে গেলেন মওলানা ভাসানীর সহচর সৈয়দ ইরফানুল বারী Jan 09, 2026