চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা তিনটি হলসহ ৬টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিন্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চবির ৬ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আজ সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে শহীদ ফরহাদ হোসেন হল, আবু ইউসুফ ভবনকে শহীদ হৃদয় তরুয়া ভবন, শেখ হাসিনা হলকে বিজয় ২৪, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে নবাব ফয়জুন্নেছা হল, বঙ্গবন্ধু উদ্যানকে জুলাই বিপ্লব উদ্যান ও শেখ কামাল জিমনেশিয়ামের নাম পরিবর্তন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম রাখা হয়েছে।