ম্যাথিউ আরনল্ড ১৮২২ সালের ২৪ ডিসেম্বর ইংল্যান্ডের মিডলসেক্স প্রদেশের লেহাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রথিতযশা কবি।
চিন্তাশীল ও অলংকারাবৃত আরনল্ডের বেশিরভাগ লেখা মানসিক বিচ্ছিন্নতা, উভয়সংকট নিয়ে। তিনি তার ‘ডোভার বিচ’ কবিতার মধ্যে এই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবার কারণ হিসেবে ভিক্টোরিয়ান যুগের মানুষদের ঈশ্বরের প্রতি ক্ষয়িষ্ণু বিশ্বাসের কথা উল্লেখ করেন।
তিনি সমালোচনা কে একটি শিল্পের রূপ দিতে সক্ষম হন। পরবর্তী সময়ের অনেক সমালোচক যেমন টিএস ইলিয়ট, লিওনেল ট্রিলিং, হ্যারল্ড ব্লুম প্রমুখ তার দ্বারা অনুপ্রাণিত হন।
তার কিছু বিখ্যাত গ্রন্থ হলো- ‘এমপিডোকলস অন এটনা’, 'পয়েম', ’এছে ইন ক্রিটিসিজম’, ‘কালচার অ্যান্ড আর্নাচি’, ‘দ্য ফাংশন অব ক্রিটিসিজম’, ইত্যাদি।
ম্যাথিউ আরনল্ড ১৫ এপ্রিল, ১৮৮৮ সালে লিভারপুলে মারা যান।
তার একটি উক্তি-
“ব্যস্ততম সাহিত্যের নাম সাংবাদিকতা।”