ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সামরিক হামলার নিন্দা জানিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জোট ব্রিকস। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নতুন সদস্য ইরানকে নিয়ে সম্প্রসারিত এই জোট রোববার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে চলমান সম্মেলনে এই বিবৃতি দেয়।
ব্রিকস সম্মেলনের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য দেন। তার কিছু সময় পরেই এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ফলে কূটনৈতিক মহলে এটিকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে হামলাকারী দেশগুলোর নাম সরাসরি উল্লেখ না করা হলেও, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের কথা। ওই সময় ইসরায়েল এবং পরে আমেরিকা ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
ব্রিকস এর বিবৃতিতে বলা হয়েছে, ইরানে এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
পাশাপাশি, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জোটটি।
বিশেষভাবে উল্লেখ করা হয়, ইরানের ‘শান্তিপূর্ণ’ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে থাকা অসামরিক পরমাণু স্থাপনাগুলোতে ইচ্ছাকৃত হামলার বিষয়টি।
ব্রিকস বলেছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
জোটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপনের আহ্বানও জানিয়েছে।
ব্রিকস সম্প্রতি ইরানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এটিই তেহরানের প্রথম ব্রিক্স সম্মেলন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, এই সম্মেলনে নতুন কৌশলগত মিত্র খোঁজার চেষ্টা করতে পারে ইরান।
কেএন/টিকে